logo
Get Help !
+919077120301
Our Address
Chandrapur, Agartala
Call Now
  • Home
  • Company
    • About Us
    • Our Mission
    • Why Choose Us
    • Pricing Details
    • Our Team
    • Team Details
    • Projects 01
    • Project Details
    • Appointment
    • Testimonials
    • FAQ’s
    • FAQ’s 02
  • Services
    • Our All Services
    • Electrical Repairs
    • Lighting Upgrades
    • Surge Protection
    • Install a Ceiling Fan
    • Digital Thermostat
    • Baseboard Heating
  • Blog
  • Contact
  • Shop
  • My account
logo
logo
03May
  • testeragt
  • No Comments
  • May 3, 2023

সিলিং ফ্যানের সম্ভাব্য রোগ সমূহ এবং এর প্রতিকার

সিলিং ফ্যান নেই এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। এই গ্রীষ্মের খরতাপে এক ফ্যানে ও যেনো পুশয় না। তার মাঝে যদি আবার পাখা থেমে যায় তবে তো রক্ষা নেই।
এই পোস্টে সিলিং পাখার সম্ভাব্য কিছু সমস্যার ব্যাপারে লেখা হলো এবং এদের প্রতিকার ও যত্ন সম্পর্কেও লেখা হলো।

সরাসরি সমস্যার নামে ক্লিক করে নির্দিষ্ট সমস্যা সম্পর্কে জানুন

  • হঠাৎ পাখা ধীরে ধীরে ঘোরা
  • পাখা থেমে থাকা এবং শব্দ করা
  • চলার সময় তীক্ষ্ণ শব্দ করা
  • থেমে থেমে চলা
  • মাঝে মাঝে বিকট শব্দ করা
  • কিছুক্ষণ চলার পর বিকট শব্দ করা ও থেমে থেমে চলা।
  • পাখা শান্ত হয়ে থেমে থাকা
  • অতিরিক্ত দুলে দুলে চলা
  • পাখা চালু করার সাথে সাথে একটি শব্দ করে চলা শুরু করা আবার বন্ধ করার সাথে সাথে শব্দ করে বন্ধ হওয়া।
  • পাখা চালু করলে ফিউজ বা এম সি বি (MCB) পরে যাওয়া
  • একই গতিতে চলা
  • রেগুলেটর হাই খেকে একটু কমালে বেশী কমে যাওয়া

এবার বিস্তারিত ভাবে উপরিউক্ত সমস্যা ও সমাধানের বিষয়ে জানা যাক

হঠাৎ পাখা ধীরে ধীরে ঘোরা

অনেক সময় পাখা চলতে চলতে হঠাৎ করেই ধীর লয়ে চলতে থাকে। এর সম্ভাব্য কারণ হলো ক্যাপাসিটরর (Capacitor) দুর্বল হয়ে পরা। আরেকটা কারণ হতে পারে ফ্যানের ব্যেয়ারিং জ্যাম হয়ে গেলে ধীরে ধীরে ঘুরতে পারে। এমন হলে প্রথমে ফ্যানের সুইচ বন্ধ করে হাত দিয়ে ঘুরিয়ে দেখুন ফ্রি ভাবে ঘুরছে কিনা, যদি ফ্রি ভাবে ঘুরে তবে Capacitor টা পরিবর্তন করে নিন।

পাখা থেমে থাকা এবং শব্দ করা

সারাদিন পাখা চালালেন , তারপর হঠাৎ দেখলেন পাখা ঘুরছে না, কিন্তু সুইচ দিলে একটা শব্দ করে রয়েছে। এমন হলে আগের মতোই হাত দিয়ে ঘুরিয়ে দেখুন, ফ্রি ঘুরলে Capacitor বদল করে দেখুন। তারপরেও না চললে বুঝতে হবে ফ্যানের কয়েলে সমস্যা আছে। এটা টেকনিশিয়ান ছাড়া ঠিক হবে। টেকনিশিয়ান প্রথমে ফ্যান খুলে ভালো করে দেখে নেবে কয়েলের অবস্থা , অবস্থা অনুযয়ী হবে ব্যবস্থা।


চলার সময় তীক্ষ্ণ শব্দ করা

পাখা চলার সময় ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে অনেক সময়। এমন শব্দ করা শুরু করলে তৎক্ষণাৎ ফ্যান টিকে ঠিক করিয়ে নিবেন। এমন শব্দ ফ্যানের বেয়ারিং থেকেই আসে। বেয়ারিং জ্যাম হয়ে যায়। তখন বেয়ারিং পরিষ্কার করে গ্রিজ করে দিতে হয় নতুবা নতুন বেয়ারিং লাগাতে হয়। এমন শব্দ হলে সাথে সাথে ঠিক করতে হবে, না হলে ফ্যানের অন্যান্য আরো সমস্যা সৃষ্টি হতে পারে এমনকি কয়েল ও জ্বলে যেতে পারে।


থেমে থেমে চলা

অনেক সময় ফ্যান একবার দ্রুত চলে একবার থেমে যায়। এমন সমস্যা হলে ফ্যানের কানেকশন দেখে নেবেন, এছাড়া Capacitor পাল্টিয়ে দেখতে পারেন। তারপরেও সমস্যার সমাধান না হলে টেকনিশিয়ান ডাকতে হবে। কারণ বাকি সমস্যা ফ্যানের ভেতরে। এক্ষেত্রে ফ্যানের কয়েলের সমস্যা হতে পারে। আর যদি সঙ্গে শব্দ করে তাহলে ফ্যানের শাফট ক্ষয় হতে পারে। এক্ষেত্রে শাফট বদলাতে হতে পরে নাহলে জ্বালাই করে লেদ মেশিন এ ঠিক করতে হবে।


মাঝে মাঝে বিকট শব্দ করা

ফ্যান চলতে চলতে মাঝে মাঝে বিকট শব্দ করলে ফ্যানের বেয়ারিং খারাপ হতে পারে এবং সাফট ও ক্ষয় হয়ে যায়। এক কথায় ফ্যান গজতে থাকলে বিকট শব্দ হতে পারে। এমন সমস্যায় বেয়ারিং লাগাতে হবে। এবং শাফট বদলাতে হবে, বা লেদ মেশিনের মাধ্যমে শাফট ঠিক করে নিতে হবে, তাহলে চলতে চলতে যে বিরক্তিকর শব্দ হয় সেটা বন্ধ হয়ে যাবে।


কিছুক্ষণ চলার পর বিকট শব্দ করা ও থেমে থেমে চলা।

এই সমস্যা টির ও আগের সমস্যার মতোই সমাধান দরকার। বিশেষ করে শাফট এর ক্ষয় হওয়ার ফলেই এইরূপ শব্দ করে অনেক সময় বেশি ক্ষয় হলে ফ্যান থেমে থেমেও যায়।


পাখা শান্ত হয়ে থেমে থাকা

পাখা শান্ত হয়ে থেমে থাকলে প্রথমে Capacitor পাল্টিয়ে দেখতে পারেন। এতে কাজ না হলে এর কানেকশন দেখুন, তারপরও যদি কিছু নবোঝা যায় তাহলে এর কয়েলে সমস্যা আছে।


অতিরিক্ত দুলে দুলে চলা

ফ্যান চালালে যদি বেশি দুলে চলে তাহলে এর পাখা গুলি দেখতে হবে । ফ্যানের পাখা সামান্য বাঁকা হলেই ফ্যান দুলে চলতে পারে। অনেকসময় ফ্যানের পাখা বদল করার দরকার পড়ে ।


পাখা চালু করার সাথে সাথে একটি শব্দ করে চলা শুরু করা আবার বন্ধ করার সাথে সাথে শব্দ করে বন্ধ হওয়া।

পাখা যেখানে হুকের মধ্যে ঝুলে থাকে সেখানে একটা রবার থাকে যাতে ফ্যান চলার সময় ঘর্ষণ না হয়। এই রবার টা না থাকলে এমন চলার সময় এবং অফ করার সময় একটা শব্দ করে । সেই রবারটিকে প্রতিস্থাপন করতে পারেন বা কাগজ বা কোনো কাপড়ের টুকরো রাবারের পরিবর্তে ব্যাবহার করতে পারেন।


পাখা চালু করলে ফিউজ বা এম সি বি (MCB) পরে যাওয়া

এক্ষেত্রে পাখার ডাউন রোডের মধ্যে যে তার যায় সেটা চেক করতে হবে। কোথাও কোনো তারের লিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কয়েলে শর্ট সার্কিট আছে। তখন কয়েল ঠিক করতে হবে বা বদলাতে হতে পারে


একই গতিতে চলা

একই গতিতে ফ্যান চললে ফ্যানের রেগুলেটর পরিবর্তন করতে পারেন। এছাড়া গতি কমে গেলে Capacitor বদল করে নিন


রেগুলেটর হাই খেকে একটু কমালে বেশী কমে যাওয়া

এমন হলে প্রথমে ভালো Capacitor লাগান, যদি সমাধান না হয় রেগুলেটর পাল্টান।

Ceilling Fan issues

Leave A Comment Cancel reply

We are dedicated to serve you to solve any kind of electrical needs. Such as New house wiring, both casing & concealed wiring, Rewiring, Fault finding, Light Fan installing, etc can be done as your suitable time.

Quick Links

  • About Tester EL
  • News Blog
  • Careers
  • Case Studies
  • Meet Our Team
  • Testimonials

Our Services

  • Installation & Monitoring
  • After Sales Service
  • Free Replacemrnt
  • Warrenty Claims
  • Energy Equipments

Contact Us

Visit The Office
Chandrapur, AGT
Phone Inquiry
+919077120301
Send Email
hello@testerelectricalservice.com
Copyright (c) 2017-2024. All rights reserved.
  • Privacy Policy
  • Sitemap
  • Terms & Conditions